নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে ভারতীয় চোরাই চিনিসহ ৩ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাতে নগরীর শাহপরান থানাধানি খাদিম চা-বাগানের রাস্তা থেকে চিনিসহ তাদের আটক করা হয়। এছাড়া এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে শাহপরান থানাধীন খাদিম চা-বাগানের রাস্তায় চেকপোষ্ট চলাকালীন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে আসা একটি পিকআপ তল্লাশি করে ৩৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় একটি ডিআই পিকআপ। গ্রেফতার করা হয় তিনজনকে।
গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ দেওয়ানেরগাঁও এলাকার মো. রাজু (১৮), একই এলাকার মো. জয়নাল আবেদীন (১৯) ও উপজেলার সাতপরিকান্দি গ্রামের মো. জিল্লুর রহমান (২৫)।
আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।