ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ কোণঠাসা করে রাখার হচ্ছে। এমন সময়ে অবহেলিত নেতাকর্মীদের সুসংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ইংল্যান্ড প্রবাসী নাইম আহমদ। সম্প্রতি ইংল্যান্ডে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
দলের নেতাকর্মীদের অহেতুক মামলা দিয়ে হয়রানি না করে, কোনো কর্মী অপরাধ করলে অবশ্যই পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারে। কিন্তু আওয়ামী পরিবারের আর কেউ যেন মিথ্যা মামলার শিকার না হয় সেজন্য পুলিশের প্রতি অনুরোধ জানান তিনি।
জানা গেছে, শুধু তিনি নন, দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মীকে মামলার আসামি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কী করবে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ?
দলীয় সূত্র মতে, ক্ষমতা হারানোর পর থেকে মামলা আর হামলার ভয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যখন-তখন বাড়িঘরে হামলার শঙ্কায় দিনাতিপাত করছেন তারা। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতা-কর্মীরা বাড়িতে অবস্থান করতে পারছেন না। কেউ আত্মগোপনে চলে গেছেন, কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন। যারা বাড়িতে থাকছেন, রাত হলেই তারা অন্যত্র চলে যাচ্ছেন। হামলা থেকে বাঁচলেও রেহাই মিলছে না মামলা থেকে। এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে দেড় শতাধিক মামলা হয়েছে। বাদ পড়েননি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামও।
এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা নাইম আহমদ বলেন- ধৈর্য্য সহকারের পরিস্থিতি মোকাবেলা করতে হবে।