ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস

নিজেকে বিজয়ী দাবি ট্রাম্পের

Today Sylhet24
নভেম্বর ৬, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:   ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি রয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেজন্য তিনি নিজেকে জয়ী ঘোষণা করেছেন।

ট্রাম্প ইতোমধ্যে ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে কমলা এগিয়ে আছেন ২১৪টিতে। সেজন্য ট্রাম্পের জয়ের কথা অনেকটা নিশ্চিতভাবেই করা যায়।

বিবিসির খবরে বলা হয়েছে, ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সাথে মঞ্চে উপস্থিত ছিলেন তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার প্রচারণা দলের সদস্যরা।

ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন। এ সময় তিনি আরো বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’।

রিপাবলিকান পার্টির এই প্রার্থী বলেন, ‘এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়। যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।’ এ সময় তিনি তিনি তার প্রচারণার স্লোগান যোগ করেন।

ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেছেন, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাননি তিনি।

সূত্র : বিবিসি ও অন্যান্য

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।