ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে বাজার সিন্ডিকেট ভাঙতে বিনা লাভে মোরগ ও ডিম বিক্রি

Today Sylhet24
নভেম্বর ৫, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজার সিন্ডিকেট ভাঙতে বিনা লাভে মোরগ ও ডিম বিক্রি শুরু হয়েছে। রোববার (৩ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় ‘লেমন ফ্রেশ মিট’-এ বিনা লাভে সঠিক ওজনে মোরগ ও ডিম বিক্রির কর্যক্রম শুরু করা হয়।

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মহসিন মিয়া মধু এ কার্যক্রম উদ্বোধন করেন।

এদিকে স্বল্প দামে মোরগ ও ডিম কিনতে পেরে সাধারণ মানুষ সস্তুষ্টি প্রকাশ করেছেন। চাশ্রমিক মিলন কৈরী বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ, বেশি দামে মুরগি ও ডিম কিনে খাওয়া আমাদের সাধ্যের বাহিরে। বিনা লাভে মোরগ ও ডিম বিক্রি শুরু হওয়ায় আমরা কিনে খেতে পারব।’

রিকশাচালক হাবিব বলেন, ‘বিনা লাভে ডিম ও মোরগ বিক্রির কার্যক্রম ভালো উদ্যোগ। আমরা অন্য দোকান থেকে যখন মোরগ ও ডিম কিনি তখন অনেকেই দাম বেশি রাখেন, আবার ওজনেও কম দেন। কম দামে এবং সঠিক ওজনে এসব বিক্রি করার কারণে আমরা উপকৃত হব’।’

লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো: শাহীন সুলতান বলেন, ‘লেমন ফ্রেশ মিট’ লেমন গ্রুপের একটি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়ার অনুরুধে বাজার স্থিতিশীল রাখার জন্য সিন্ডিকেট ভাঙতে স্বল্প মূল্যে সাধারণ ভোক্তাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে খামারের মূল্যে বিনা লাভে মুরগি ও ডিম বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। মুরগি ও ডিম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মহসিন মিয়া মধু বলেন, ‘আমার ছোট ভাই সেলিম তার খামার থেকে প্রতি মাসে লক্ষাধিক মুরগি বাজারজাত করে আসছে। খোঁজ নিয়ে দেখলাম বাজারে সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করে মুরগি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি করছে। এরপর সিদ্ধান্ত নিয়েছি, বাজার সিন্ডিকেট ভাঙতে এবং সঠিক ওজনে সাধারণ মানুষের মাঝে নিত্যপণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা প্রয়োজন’।

তিনি আরো বলেন, ‘অল্প সময়ের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলুসহ শীতের সকল শাক-সবজি পাইকারি মূল্যে কিনে বিনা লাভে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে’।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাস মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আক্তার হোসেনসহ স্কুল-কলেজের ছাত্র, স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।