ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম আদালতের সেবার তথ্য তৃণমূলে পৌঁছাতে হবে

Today Sylhet24
নভেম্বর ৫, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :  মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেছেন, গ্রাম আদালতের সেবা কার্যক্রমের তথ্য সমূহ একদম তৃণমূলে পৌঁছে দিতে হবে। আর এ জন্য প্রয়োজন ব্যাপক প্রচার প্রচারণা। বিশেষ করে গ্রাম আদালতের সেবা নিয়ে সাধারণ মানুষ যাতে সন্তুষ্ট থাকেন সে বিষয়টিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত সেবা সম্পর্কে সংশ্লিষ্টদের ভালোভাবে অবগত করতে হবে যাতে করে তারা বিচার প্রার্থীদের সঠিক সেবা প্রদান করতে পারেন। পাশাপাশি তিনি সভায় উপস্থিত সবাইকে গ্রাম আদালত সেবা সম্পর্কিত তথ্যগুলোর প্রচার-প্রচারণার কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আব্দুস সালাম চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করেন। এছাড়া বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

সভায় আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ফারুক আলম, জেলা আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শাহেদা আক্তার, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ বকসি ইকবাল আহমদ, সাংবাদিক মোঃ ময়নুল ইসলাম চৌধুরী, মোঃ মাহবুবুর রহমান রাহেল, এ এস কাঁকন, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, রুপান্তরের জেলা সমন্বয়কারী মোঃ শিহাবুল ইসলাম খান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।