নিজস্ব প্রতিবেদক : সিলেটের পীরেরবাজার ও কোম্পানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও বৃদ্ধাসহ ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কে শাহপরান থানার পীরেরবাজার এলাকায় মামার দোকানের সামনে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় পিষ্ট হয়ে আফতারুন নেছা (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সিলাম এলাকার মৃত জমির আলীর স্ত্রী। এর সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।
তিনি জানান, আফতারুন নেছা পীরেরবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সড়ক পার হতে গিয়ে তিনি একটি দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যান। ঘটনার পর ট্রাকচালককে আটক করেছে পুলিশ।এদিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে সুমন মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে বাঘারপাড় গ্রামের ইন্তাজ আলীর ছেলে। এ সময় তার সাথে থাকা আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়।
আহতরা হলেন- নোয়াকুট গ্রামের আহাদ আলীর ছেলে দুলাল মিয়া (দিলু) (৩০) ও গাংপাড় নোয়াকুট কান্দিগ্রাম সিরাজুল ইসলামের ছেলে রাসেল (২৫)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বেলা ৩টায় মহাসড়কের ডাকঘর এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফুরকান মাহমুদ জানান- ভোলাগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা টুকেরবাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেলে করে ৩জন আসছিলেন। মহাসড়কের ডাকঘর নামক স্থানে আসামাত্র দু’টির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের এক যাত্রীর মাথার উপর দিয়ে অটোরিকশার চাকা ওঠে যায় এবং অন্য ২জন অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অন্য দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেটে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার সাকেরা বলেন, দুর্ঘটনায় আহত হয়ে ৩ রোগী মেডিকেলে এসেছিলেন। তাদের মধ্যে সুমন মিয়া মারা গেছেন। অন্য ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ১জন নিহত ও ২জন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে।