নিজস্ব প্রতিবেদক : সিলেটে ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে গবাদিপশুসহ প্রায় ৯০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৩ দিনে সিলেট ব্যাটালিয়ন ৪৮ ও ১৯ বিজিবির পৃথক অভিযানে ৮৯ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকার এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। শুক্রবার পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী ও সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।
বিজিবি ৪৮ সূত্র জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার (১৭ ও ১৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ভারতীয় ৫৫ লাখ ৮৯ হাজার ২৫০টাকার ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে।
এরমধ্যে- ৩২পিস ভারতীয় শাড়ি, ২১টি লেহেঙ্গা, ৬ হাজার ৫০০কেজি চিনি, ৬টি গরু, ১৯২ বক্স চকলেট, ১ লাখ পিস সিগারেট, ৮২৭ বোতল মদ, ২টি বিয়ার ও ১ হাজার কেজি বাংলাদেশী রসুন, ১৯২ কেজি কাঁচা মরিচ, অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬ টি নৌকা ও ইঞ্জিন চালিত ১টি ট্রলিসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
এদিকে, বুধ থেকে শুক্রবার (১৬-১৮ অক্টোবর) পর্যন্ত ৩ দিনে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুরের কয়েকটি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯ এর অভিযানে মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
বিজিবি-১৯ সূত্র জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে তাদের সোনারখেওর বিওপি’র একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মিকিড়পাড়া নামক স্থান থেকে মালিকবিহীন ৪৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এসবের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৯৮ হাজার টাকা।
একইদিন সকাল ১০টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাংগিল নামক স্থান হতে ৪ হাজার ২৮০টি ভারতীয় চশমা জব্দ করে। এসবের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ৮৪ হাজার টাকা।
এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সোনারখেওর বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ভাল্লুকমারা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ভারতীয় ইয়ামাহা (জ-১৫) মোটরসাইকেল জব্দ করে। যার বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।
একইদিন ভোর ৫টার দিকে লোভাছড়া বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাগানবাজার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২০ ফুট ভারতীয় কাঠ জব্দ করে। যার মূল্য ৩০ হাজার টাকা।
এছাড়া বুধবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী চাংগিল নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫০ কেজি ভারতীয় চিনি এবং ১টি ডিআই পিকআপ জব্দ করে। এসব মালামালের আনুষ্ঠানিক মূল্য ১৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। ৩দিনের আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৩৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করেছে বিজিবি।