ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক সদস্য বর্তমান লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ আরিফ উদ্দিন কামালী বলেছেন, কোনো লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য তিনি বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না, অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে এবং নিশ্চিত করুন যে দেশের উন্নয়নের যাত্রা কোনো বাধাবিপত্তি ছাড়াই অব্যাহত থাকবে।
তিনি সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ’নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’ আয়োজিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, ‘স্বৈরাচারের দুষ্টু চক্র প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সুতার টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা এখানে ঘটাচ্ছে।’
এনবিসি (নিরাপদ বাংলাদেশ চাই) কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদ হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা মো. বদরুল মিয়া কামালী, মো.সোহাদ মিয়া কামালী, আবু জাহেদ,মো. সাবাজ মিয়া, মো. নাহিম আহমেদ, মো. অলিউর রহমান কামালী, আদনান খান, মো. আবদুল মান্নান,মো. মাহমুদুল আজাদ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।