ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস

হবিগঞ্জসহ ৪ কারা তত্ত্বাবধায়ক বাধ্যতামূলক অবসরে

Today Sylhet24
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৬:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলমসহ দেশের চার কারাগারের কারা তত্ত্বাবধায়ককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে সিনিয়র সচিব মশিউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অবসর দেয়া হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ নম্বর ধারায় তাদের অবসর দেয়া হয়।

তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। অবসরে পাঠানো কারা তত্ত্বাবধায়কেরা হলেন- শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম।

জানা গেছে, অবসরে যাওয়া তত্ত্বাবধায়কদের মধ্যে সুভাষ কুমারের ৯ বছর, বজলুর রশিদের ২ বছর, মকলেছুরের চার মাস ও নেছারের পৌনে ৩ বছর চাকরির মেয়াদ ছিল। সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ নম্বর ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে পাঠাতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।