নিজস্ব প্রতিবেদক : অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর স্মৃতি বিজড়িত সিলেটের ধোপাদীঘিরপারস্থ ওসমানী জাদুঘর। রোববার (১৮ আগস্ট) এক নোটিশের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘরের এ শাখাটি বন্ধ ঘোষণা করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ‘অনিবার্য কারণবশত বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর অধীনস্থ শাখা জাদুঘরের গ্যালারীসমুহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। আদেশক্রমে-কর্তৃপক্ষ’। এর সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী জাদুঘরের সহকারী কীপার মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, মুলত চলতি মাসের ৬ তারিখ থেকে জাদুঘরটি বন্ধ রয়েছে। রোববার জাতীয় জাদুঘর থেকে আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে জাতীয় জাদুঘর ও জাদুঘরের সব শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।