নিজস্ব প্রতিবেদক : কোটা আন্দোলন ঘিরে এখনো উত্তাল দেশ, সিলেটসহ সারাদেশে চলছে কারফিউ। সর্বত্র হামলা-মামলা, গ্রেফতার-আতঙ্ক। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এমন পরিস্থিতিতেও সিলেটে থামছেনা চিনি চোরাচালান। সিলেটের বিভিন্ন স্থান থেকে গত ৫ দিনে ৫৮৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এসব অভিযানে আটক করা হয়েছে ১২ জনকে। এদিকে এই সময়ে পৃথক অভিযানে ৮২০ বোতল ভারতীয় মদসহ একটি ট্রাক জব্দ করে পুলিশ।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র এএসপি সম্রাট তালুকদার জানান, পুলিশ সুপারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সিলেটে ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৫৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। ৫০ কেজি করে বস্তাগুলোতে ২৯ হাজার ২০০ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩৩ লাখ টাকা। এসব অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান- গত মঙ্গলবার (২৩ জুলাই) ভোররাত ৫টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের আভিযানে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ পশ্চিমপাড়া গ্রামের মাদারাসাবাজার যাত্রী ছাউনির সামনে থেকে একটি ট্রাকে থাকা ৩৫৯ বস্তা চিনি জব্দ করে। চোরাই চিনিভর্তি গাড়িটি কানাইঘাট থেকে আসছিলো। গন্তব্য ছিলো সিলেট শহর। অভিযানের সময় গাড়িতে ৫ লোক ছিলেন। দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জের গোমস্তপুর গ্রামের উত্তর ইসলামপুরের মৃত আব্দুল জলিলের ছেলে সোহবুল ইসলাম (৩৬) ও একই জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ গ্রামের গাইলুর রহমানের ছেলে শামীম (৩৫)।
গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোররাত ৪টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের আভিযানে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারের পিউলির মাঠ থেকে একটি পিকআপে থাকা ৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় ৩ জনকে আটক করা হয়। তারা হলেন- চাঁদপুর জেলার কচুয়া থানার তেগুরিয়া গ্রামরে বিল্লাল পাঠানের ছেলে মো. হাসান পাঠান (৩৫), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সালুন্দি গ্রামের সোলেমান আলীর ছেলে আরমান আলী (১৮) ও সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর থানার ভাতেরটেক গ্রামের মো. তাহের আলীর ছেলে মো. জাকির হোসেন (২৫)।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানাপুলিশের পৃথক টিম আভিযান চালিয়ে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নাইন্দার হাওর গ্রামে সারি নদী থেকে নৌকায় থাকা ৭৫ বস্তা চিনি জব্দ করে। এসময় ৩ জনকে আটক করা হয়। তারা হলেন- গোয়াইনঘাগের পূর্ব আলীরগাঁও গ্রামের আলতাব আহমদের ছেলে শাহিন আহমদ (২২), উপর দুমকা গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. মঞ্জুরুল (৩০) ও পরবল্লি গ্রামের আব্দুল সোবহানের ছেলে নিজাম উদ্দিন (৩০)।
গত শুক্রবার (২৬ জুলাই) রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার নিজপাট ইউনিয়নের জৈন্তাবাজারে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করার সময় একটি পিকআপ তল্লাশি করে ৬০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করে। এসময় কামাল আহমেদ (২২) নামে একজনকে আটক করা হয়। তিনি উপজেলার সারিঘাট (সরফৌদ) গ্রামের মৃত বিলাল আহমদের ছেলে।
পরদিন শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের খাগাইল সাকিন গ্রামের ইউসুফ আলী পেট্রোল পাম্পের পাশে সড়কে একটি পিকআপ তল্লাশি করে ৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় গাড়িতে থাকা ৪ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার মেঘারগাঁওয়ের আব্দুল হাসিমের ছেলে হাবিব মিয়া (২৪), একই থানার বড়ফৌদ গ্রামের রুবু মিয়ার ছেলে খালেদ আহমেদ (১৯) ও কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের আব্দুস ছালামের মিজানুর রহমান (৩০)। পরে জব্দকৃত চিনির বিষয়ে ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে গত ২০ জুলাই শনিবার ভোর ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকা থেকে ৮২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও হেলপারসহ আরও ৩ জন দৌঁড়ে পালিয়ে যায়। এসময় মদ বহনকারী ট্রাকটি জব্দ করে পুলিশ। এ সংক্রান্তে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়।
সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম-বার) বলেন- মাদক ও চোরাচালান প্রতিরোধে সিলেট জেলা পুলিশ সতর্ক রয়েছে। এ বিষয়ে কোন ছাড় নেই। চোরাকারবারীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।