নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। মঙ্গলবার এ ফলাফল প্রকাশ করা হয়।পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২২ শিক্ষার্থী, ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩৮ জন শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ২৪৯ জন শিক্ষার্থীর।
পুনঃনিরীক্ষণে যেসব বিষয় দেখা হয় :
বোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো- উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না ও প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। তবে পরীক্ষক কোনো প্রশ্নের উত্তরের জন্য যে নম্বর দিয়ে থাকেন সেটি পরিবর্তনের সুযোগ নেই।