ঢাকারবিবার , ২ জুন ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মিশিগানে কুরআন নাইট ও গ্র্যাজুয়েশন সংবর্ধনা সম্পন্ন

Today Sylhet24
জুন ২, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

সুলায়মান আল মাহমুদ, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে : যুক্তরাষ্ট্রের মিশিগানে নান্দনিক আয়োজনে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো কুরআন নাইট ও গ্র্যাজুয়েশন সংবর্ধনা। স্থানীয় সময় শনিবার (১ জুন) রাতে ইসলামিক সেন্টার অব ওয়ারেন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বারী শায়েখ মাজিদ সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে গ্র্যাজুয়েশনপ্রাপ্ত কুরআনে হাফিজদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সনদপত্র ও পাগড়ী প্রদান করা হয়।

ইসলামিক সেন্টার অব ওয়ারেনের সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে ও প্রশাসনিক শিক্ষা সচিব আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সুমধুর কন্ঠে কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শায়েখ মাজিদ সাজ্জাদুর রহমান। শায়েখের সুমধুর তেলাওয়াতে অনুষ্ঠানের উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার শায়েখ আব্দুল লতিফ আজম, প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী, হাফিজ মিনহাজ আহমেদ ও হাফিজ বদরুজ্জামান প্রমুখ।

ইসলামিক সেন্টার অব ওয়ারেন থেকে যে দুইজন ছাত্র হিফয সম্পন্ন করে অতিথিদের কাছ থেকে সনদপত্র ও পাগড়ী নিয়েছেন তারা হলেন হামদান আহমেদ ও তাহসিন চৌধুরী।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মিনহাজ আহমেদ গণমাধ্যমকে জানান, ইসলামিক সেন্টার অব ওয়ারেন প্রতিষ্ঠা লগ্ন থেকে কুরআনের সুমহান শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে এখানে প্রায় ১৮০ জন শিক্ষার্থী পাঠদান করে যাচ্ছে। সহীহ কুরআন শিক্ষা ও হিফজ সম্পন্ন করতে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে চলেছে। তিনি আরো বলেন, সন্তানদেরকে কুরআনের আলোয় আলোকিত করতে অভিভাবকদেরকে ইসলামিক সেন্টারে ভর্তির আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।

অনুষ্ঠানে আসা শিক্ষার্থীর এক অভিভাবক শাব্বির আহমদ বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে আমার সন্তান কুরআন হিফজ করেছে বলে আমি গর্বিত। এজন্য ইসলামিক সেন্টার অব ওয়ারেনের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি এই দ্বীনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।