ঢাকাবৃহস্পতিবার , ৩০ মে ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বিপদসীমার উপরে সিলেটের সব নদ-নদীর পানি

Today Sylhet24
মে ৩০, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সব নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হতে শুরু করেছে সিলেট জেলার উত্তরাঞ্চল। ইতোমধ্যে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। কিছু উপজেলায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে বন্যা।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত ৩ তিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের প্রায় সবগুলো নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।
সিলেট জেলার সবকটি নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলা জুড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।

জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই উপজেলার সবচেয়ে বড় নদী সারি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আকস্মিক বন্যায় উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী, বাইরাখেল, মযনাহাটি, বন্দরহাটি, মেঘলী, তিলকৈপাড়া, ডিবিরহাওর, ফুলবাড়ী, টিপরাখরা, খলারবন্দ, মাঝেরবিল, হর্নি, নয়াবাড়ী, কালিঞ্জিাদবাড়ী, জৈন্তাপুর ইউনিয়নে লামনীগ্রাম, মোয়াখাই, বিরাইমারা, মুক্তাপুর, বিরাইমারা হাওর, লক্ষীপুর, কেন্দ্রী, খারুবিল, নলজুরী, শেওলারটুক, বাওনহাওর, চারিকাটা ইউনিয়নের লাল, থুবাং, উত্তর বাউরভাগসহ বিভিন্ন গ্রাম পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের তথ্য মতে, প্রাক বর্ষাকালে সুরমা নদীর কানাইঘাট এলাকার ডেঞ্জার লেভেল ১০.৮০ সেন্টিমিটার। সেখানে বুধবার সকাল ৯টায় ছিল ১২.৪৫ সেন্টিমিটার পানি। সিলেটে সুরমার ডেঞ্জার লেভেল ০৮.৩০ সেন্টিমিটার। এই নদীর পানি বুধবার সকাল ৯টায় ছিল ৯.৪০ সেন্টিমিটার।

কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে পানির ডেঞ্জার লেভেল হচ্ছে ১৩.০৫ সেন্টিমিটার। এই নদীর পানি বুধবার সকাল ৯টায় ছিল ১৫.২২ সেন্টিমিটার। কুশিয়ারা নদী শেওলা এলাকার ডেঞ্জার লেভেল ১০.৭০ সেন্টিমিটার। বুধবার সকাল ৯টায় ছিল ১১.৬৬ সেন্টিমিটার। সারি-গোয়াইন নদীর সারিঘাট পেয়েন্টে ডেঞ্জার লেভেল হল ১০.৭০ সেন্টিমিটার। এই পয়েন্টে বুধবার সকাল ৯টায় ছিল ১১.২৯ সেন্টিমিটার। সারিগোয়াইন নদীর গোয়াইনঘাট পয়েন্টে ডেঞ্জার লেভেল হল ০৮.৬৫ সেন্টিমিটার। এই পয়েন্টে বুধবার সকাল ৯টায় ছিল ৯.৭৩ সেন্টিমিটার। দিনভর থেমে থেমে বৃষ্টি ও পাহাড়ী ঢল অব্যাহত থাকায় অস্বাভাবিক হারে আরেক দফা বেড়েছে সিলেটের সকল নদ-নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, আমাদের নদ-নদীর পানি বৃদ্ধিপায় মূলত উজান থেকে নেমে আসা ঢলের কারণে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাততো আমাদের দেশেও ছিল। তাছাড়া প্রাক বর্ষাকালে বৃষ্টি হওয়া স্বাভাবিক। আর বৃষ্টি হলে নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়াটাও স্বাভাবিক প্রক্রিয়া।

তিনি বলেন, শুষ্ক মৌসুমের হিসেবে সিলেটে নদীর পানি বিপদসীমার ওপরে আছে। এই পানি আরেকটু বৃদ্ধি পাবে তারপর নেমে যাবে। বর্তমানে একদিনে আমাদের দেশে বৃষ্টি হচ্ছে অপরদিকে ভারতের মেঘালয় বা আসামে বৃষ্টি হচ্ছে ফলে পাহাড়ি ঢলে পানি নামছে। এমন পরিস্থিতিতে আমাদেরকে বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

সিলেট আবহাওয়া অফিস বলছে, যেহেতু প্রাক বর্ষাকাল চলছে তাই এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে। গত ২৪ ঘন্টায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ১৪৬.১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, আগামী তিনদিন সিলেটে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়ক। গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও গোয়াইনঘাট-রাধানগর-জাফলং সড়কের শিমুলতলা পয়েন্ট প্লাবিত হয়েছে। উপজেলার হাওরাঞ্চলের বাড়িঘরের মানুষ এখন পানিবন্দী। এছাড়া উপজেলার রুস্তমপুর, লেংগুড়া, ডৌবাড়ি, নন্দীরগাঁও ইউনিয়ন, পূর্ব ও পশ্চিম আলীরগাও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলংয়ে

আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মঙ্গলবার আকষ্মিকভাবে প্লাবিত হয় গোয়াইনঘাটের নিম্নাঞ্চল। বুধবার সকাল থেকে দ্রুত পানি বাড়তে থাকলে উপজেলা ও জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাওরাঞ্চলে চারশত ঘরবাড়িতে পানি উঠেছে। আক্রান্তরা স্বজনের বাড়িতে অনেকেই আশ্রয় নিয়েছেন। পানিবন্দী রয়েছেন কয়েক হাজার নর নারী। দ্রুত পানি বাড়ায় শঙ্কিত রয়েছেন এলাকাবাসী।

উপজেলার ১ নং রুস্তমপুর ইউপির চেয়ারম্যান শাহাবউদ্দন জানান, তার ইউপির ঠেকনাগুল, গোজারকান্দি, পাতনী, কাঠালবাড়ি, নয়াপাড়া বীরমঙ্গল, ভেড়ীবিল লামা হাওর এলাকায় শতাধিক ঘরবাড়িতে পানি উঠেছে। আমরা সতর্ক রয়েছি। বিপদগ্রস্তের খবর পেলেই উদ্ধারের ব্যবস্থা নেয়া হবে।

৫নং আলীরগাঁও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বুধবার সকালে দ্রুত পানি বৃদ্ধিতে হাওর এলাকার তিতকুল্লি নাইন্দা, ধর্মগ্রাম পাচসেউতি, নয়াখেল, কাকুনাখাই খলাও হাওর, নয়াগ্রাম উত্তর আলীর গ্রাম, পূর্ব দিঘীরপার, হুদপুরসহ হাওর এলাকার আড়াইশত ঘর বাড়িতে পানি উঠেছে। লোকজন আশপাশে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আমরা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে লোকদের যাবার জন্য বলেছি।

বন্যায় গোয়াইন সারী, গোয়াইনঘাট সালুটিকর, পিরিজপুর সোনারহাট রাস্তায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া লেঙ্গুড়া তোয়াকুল নন্দিরগাঁও ডৌবাড়ি ইউপির হাওরাঞ্চলে কয়েক হাজার নর নারী রয়েছেন পানিবন্দী

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন- উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৫৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। অতি ঝুঁকিপূর্ণ ও প্লাবন-প্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্রে জনগণকে দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে।

জৈন্তাপুর থেকে বিশেষ সংবাদদাতা দেলোয়ার হোসেন জানান, সিলেটের উত্তর পূর্বাঞ্চলীয় জৈন্তাপুর উপজেলার  নিম্নাঞ্চলের মানুষজন জলবন্দি হয়ে পড়েছেন। এসব এলাকার ফসলি ধানের জমি জলমগ্ন হয়েছে। উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের নিম্নাঞ্চল পানিবন্দি হয়ে পড়েছে।এর মধ্যে নয়াবাড়ী, হর্নি, বাইরাখেল, গোয়াবাড়ী, ফুলবাড়ী, ডিবিরহাওর, ঘিলাতৈল, মুক্তাপুর, বিরাইমারা হাওর, খারুবিল, চাতলারপাড়, ডুলটিরপাড়, ১ নম্বর লক্ষ্মীপুর, ২ নম্বর লক্ষ্মীপুর, আমবাড়ী, ঝিঙ্গাবাড়ী, কাঁঠালবাড়ী, নলজুরী হাওরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে নিমজ্জিত হয়েছে কয়েক হাজার হেক্টরের বোরো ধান। উপজেলার বৃহৎ নদী সারী ও বড় নয়াগাং এবং রাংপানি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জৈন্তাপুর উপজেলার ৪ টি ইউনিয়ন প্রায় লক্ষাধিক মানুষ পানি বন্ধি,নিজপাট ইউনিয়ন, জৈন্তাপুর ইউনিয়ন, দরবস্ত ইউনিয়ন, ও চারি কাটা ইউনিয়ন জৈন্তাপুর ইউনিয়ন আকস্মিক বন্যায় পানি বন্ধী লোকজনদের উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। আগফৌদ, বিরাখাই, গাতিগ্রাম, বাউরভাগ, এবং লামনিগ্রাম এলাকার পানিবন্দি লোকজনদের উদ্ধারের জন্য নিম্ন লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে- ০১৭১৪-২১১৬৭১, আলাল মিয়া।

এছাড়া খারুবিল, ২নং লক্ষীপুর, ১নং লক্ষীপুর, আমবাড়ি, নলজুড়ি, ডুলটিরপাড়, এলাকার পানিবন্দি লোকজনদের উদ্ধারের জন্য নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল ০১৭১৩-৮০০৯৯১, জলিল মিয়া। নৌকার ব্যবস্থা স্বল্প থাকায় এই দুইটি নৌকার ব্যবস্থা করা হলো। আরো নৌকার ব্যবস্থা করা হচ্ছে শীঘ্রই আপনাদের উদ্ধারে আরো নৌকার যোগ দিবে। নিম্নলিখিত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে : ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোকামপুজি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ৪৮ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ‘অনেক বৃষ্টি হয়েছে। কয়েক দিন ধরে হচ্ছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে। বোরো ধানের ফসল অনেকটা কাটা হয়ে গেছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আমন ও সাইলের চারার ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।

আমাদের কানাইঘাট প্রতিনিধি জানান,কানাইঘাটের লোভা নদীর অববাহিকা কানাইঘাট পয়েন্টে সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার সুরমার উত্তর এলাকার নিম্নাঞ্চল ও লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

আমাদের কোম্পানীগঞ্জ সংবাদদাতা জানান, সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ও ইসলামপুর প্রভৃতি কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে। ভারতের মেঘালয়া রাজ্যের পাহাড়ি ঢলে প্লাবনের সৃষ্টি হয়েছে। বানের পানি ক্রমশ সিলেট সদরের উত্তরাঞ্চলীয় কয়েকটি ইউনিয়নে প্রবেশ করতে শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।