ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে সিলেটে মহান মে দিবস পালিত

Today Sylhet24
মে ১, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস।

মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) সকালে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

এবারের মে দিবসে প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ সামনে রেখে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

এছাড়া শ্রমিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথকভাবে মে দিবস পালন করেছে। এসব আয়োজনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা ও রাষ্ট্রীয় সুযোগসুবিধা নিশ্চিতের দাবি তুলে ধরা হচ্ছে।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে আজ সকাল ১১টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে সংগঠনের আম্বরখানাস্থ কার্যালয়ের সামনে থেকে লালা পতাকা মিছিল শুরু হয়ে নগরীর কোর্টে পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্বে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসংগীত পরিবেশন করে।

দিবসটি উপলক্ষে শ্রমিক লী, শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে নগরীতে পৃথক পৃথক র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।