‘শয়তান’–এর দৃষ্টি পড়েছে একটি ছোট্ট মেয়ের দিকে, যাকে সে নিয়ে যেতে চায় আপন ধ্বংসের ভুবনে। শয়তানরূপী মাধবনের অট্টহাসিতে কী ভয়ংকর ছবি লুকিয়ে আছে, যাঁরা শুধু ছবিটি দেখেছেন, তাঁরাই শুধু বলতে পারবেন। সামান্য ফোন চার্জের অজুহাতে একটি বাড়িতে ঢুকে পড়ে মাধবন। তারপর শুরু হয় ধ্বংসের খেলা। ‘শয়তান’-এর কথায় ওঠবস করতে থাকে মেয়েটি।
হরর-থ্রিলারধর্মী সিনেমাটি হলে যাত্রা শুরু করে এর আগের শুক্রবার। ভারতে মহাশিবরাত্রির ছুটির দিনে মুক্তি পাওয়ায় প্রথম দিনেই বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছে বিকাশ বেহেল পরিচালিত সিনেমা ‘শয়তান’। সপ্তাহ শেষেও সেই দাপট অব্যাহত রেখে এবার ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল মাত্র ২ হাজার ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই ছবি।
প্রথম ৭ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১০৪ কোটি রুপি। যার ভেতর শুধু ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি রুপি! মুক্তির দিন অর্থাৎ শুক্রবার, ৮ মার্চ বক্স অফিসে ‘শয়তান’ ১৪.৭৫ কোটি রুপি আয় করে। ছবিটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। সিনেমাটি প্রযোজনা করেছে যৌথভাবে দেবগন ফিল্মস, জিও স্টুডিওস ও প্যানোরামা স্টুডিওস।
কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’ ছবিটি। এটি গুজরাটি ছবি ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ ছবিতে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা। নেট দুনিয়ায় বেশ আলোচনা হচ্ছে এ সিনেমা নিয়ে। কেউ বলছেন, ‘পুরো সিনেমা এক নিশ্বাসে দেখে ফেলার মতো। ছবিতে নেই একটিও নিস্তেজ মুহূর্ত।’ টুইটারে কেউ বলছেন, ভিলেন হিসেবে মাধবনের দুর্দান্ত অভিনয়। পাশাপাশি অজয় দেবগন, জ্যোতিকা আর বাচ্চারাও খুব ভালো অভিনয় করেছে। নেটিজেনরা বলছেন, ‘ভালো দৃশ্যায়ন, ব্যাকগ্রাউন্ড মিউজিক—সব মিলিয়ে ভালো থ্রিরাল সিনেমা “শয়তান”। আরেকজন লিখেছেন, ‘ওয়াও! গুজবাম্পস। তিনজনের কী পারফরম্যান্স।’