সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে পবিত্র মাহে রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৩টায় নগরীর আখালিয়া সুরমা এলাকায় শতাধিক পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করেন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাসেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহসান হাবীবের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাতক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক খছরুজ্জামান খছরু, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. আমিনুজ্জামান চৌধুরী, ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেনেসা যুব কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মাছুম, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মো. আলা উদ্দিন, সমাজসেবক এমদাদুল হক স্বপন, ঢাকা ইয়াং স্টারের সভাপতি ডা. মারুফুর রহমান তালহা, সমাজসেবী আলীম উদ্দিন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আত্মকর্মী মো. নজরুল ইসলাম, সিলেট ইয়াং স্টারের সাবেক সহ সভাপতি জুনেদ আহমদ, রাসেল আহমদ দিপু, মামুন চৌধুরী, মো. হাসান, তোফায়েল আহমদ, ছাতক ইয়াং স্টারের সভাপতি মাস্টার পংকজ দত্ত, সাধারণ সম্পাদক ও ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, সমাজকর্মী কয়ছর আহমদ কাওসার প্রমুখ। উক্ত রামাদ্বান ফুডপ্যাক এ অর্থায়নকারী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইতালি ইয়াং স্টারের নেতৃবৃন্দ, এক্সিকিউটিভ ও দাতা সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত সকলেই। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরেছ আলী।