ঢাকাশুক্রবার , ১৫ মার্চ ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মাসালা বাজারে পাওয়া যাচ্ছে টমি মিয়াস স্পেশাল ইফতার

admin
মার্চ ১৫, ২০২৪ ৬:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক স্বনামধন্য শেফ টমি মিয়া এমবিই উদ্যোগে সিলেট নগরীর সুবিদবাজার ও উপশহর মাসালা বাজারে পাওয়া যাবে টমি মিয়াস স্পেশাল ইফতারী।

বুধবার (১৩ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে টমি মিয়া এমবিই বলেন, পবিত্র এই রমজান মাসে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইনস্টিটিউট এর টমি মিয়াস স্পেশাল ইফতারী পাওয়া যাবে সুবিদবাজার ও উপশহর মাসালা বাজারে। গত মঙ্গলবার ১২ মার্চ থেকে এই ইফতারী কার্যক্রম চালু করা হয়। টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর এডমিন ম্যানেজার আব্দুুল্লাহ আল মাসুম ও মাসালা বাজার সিলেট এর ওপারেশন হেড জসিম উদ্দিনের তত্ত্বাবধানে ১২ আইটেমের ইফতারী পুরো মাসব্যাপি পাওয়া যাবে।

মাসব্যাপি টমি মিয়াস স্পেশাল ইফতারী উপলক্ষে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সকল স্টাফ ও শেফদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

টমি মিয়াস স্পেশাল ইফতারীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউরো গ্রুপ ইউকের সহযোগী প্রতিষ্ঠান মাসালা বাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম হোসেন এমবিই, ইউরোফুডস গ্রুপ বাংলাদেশ অপারেশনের ডিরেক্টর শেখ শফিউল আলম, ঢাকার বিজনেস ডেপলাপমেন্ট মো. সাইফুল ইসলাম, মাসালাবাজার সিলেট ডিভিশনের অপারেশন ম্যানেজার জসিম উদ্দিন, মাসালাবাজারের ম্যানেজার রাজিব কৈরী, মুহিবুল হক, রাজিব রয়, মৌলভীবাজারে এক্সিকিউটিভ ম্যানেজার সুমন মিয়া, সেফ দেলোয়ার, সেফ কাওছার প্রমুখ।

উল্লেখ্য, টমি মিয়া এমবিই তাঁর প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে এখন পর্যন্ত ২৫০০০ দক্ষ শেফ তৈরি করেছেন যারা এখন বিশ্বের বিভিন্ন দেশে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।