ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

admin
মার্চ ৭, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে মধ্যনগর উপজেলায় রবিবার (৭ মার্চ) সকাল ৮.৩০টায় মধ্যনগর বিপি স্কুল ও কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মধ্যনগর উপজেলা প্রশাসন, মধ্যনগর থানা পুলিশ , মধ্যনগর মুক্তিযোদ্ধা সংসদ, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর সকাল ৯টায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অস্থায়ী কার্যালয়ে ঐতিহাসিক ৭মার্চ ভাষণ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শিশুদের মধ্যে বঙ্গবন্ধু ভাষণ, রচনা এবং চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে ও মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক নির্মল চন্দ্র সরকার এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার,সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর থানার ওসি তদন্ত মোরশেদ আলম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রভাকর তালুকদার পান্না, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাসেল আহমদ, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটো প্রমূখ।
আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে বই ও প্রাইজবন্ড পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সদস্য শাহজাহান মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ। এছাড়াও আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হক, যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ, যুগ্ম আহবায়ক রবীন্দ্র সরকার পুতুল,উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সারোয়ার আলম, ইউনিয়ন মৎসজীবি লীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহসীন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অমিত হাসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিউটন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসাইন প্রমূখ ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালী বংশীকুন্ডা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার হাসপাতাল রোডে এক পথসভায় মিলিত হয়।এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মহিবুল কিবরিয়া তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।