সারাদেশ

যুক্তরাজ্যে এটিএন বাংলায় যোগ দিলেন সাংবাদিক মনোয়ার চৌধুরী

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ২:৪৪:০৯ প্রিন্ট সংস্করণ

সাংবাদিক মনোয়ার জাহান চৌধুরী এটিএন বাংলা ইউকের নর্থওয়েলস করসপন্ডেন্টের দায়িত্ব পেয়েছেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাফিজ আলম বকস এর অনুমোদনক্রমে এটিএন বাংলা ইউকের নর্থওয়েলস এর প্রতিনিধি হিসেবে তাঁকে নিয়োগ প্রদান করেন চিফ নিউজ এডিটর সাঈম চৌধুরী।

সাংবাদিক মনোয়ার চৌধুরী দৈনিক সময়ের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক, যুক্তরাজ্য ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের যুক্তরাজ্যের অতিথি লেখক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার সিলেট ব্যুরো প্রধান হিসেবে কাজ করেন।

মনোয়ার জাহান চৌধুরী দৈনিক মানবকণ্ঠের সিলেটের ব্যুরো প্রধান, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম এর ব্যুরো প্রধান, দৈনিক সবুজ সিলেটের নিউজ ইনচার্জ, দৈনিক শ্যামল সিলেটের সহকারি সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য।

সাংবাদিক মনোয়ার জাহান চৌধুরী ২০০৭ সালে সিলেটের জৈন্তাপুর উপজেলার খাসিয়া সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে দৈনিক শ্যামল সিলেটে ধারাবাহিক প্রতিবেদন করে আলোচিত হন। একই সঙ্গে জৈন্তারাজ্যের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেন তিনি।

প্রসঙ্গত, সিলেটের এই তরুণ সাংবাদিক নদ-নদী নিয়েও গবেষণা করেন। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে সিলেটের নদ-নদী নিয়ে তাঁর গবেষণা কর্ম উপস্থাপন করেন।

সংবাদ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করা যাবে এই নাম্বারে 07554254275

আরও খবর

Sponsered content