নিজস্ব প্রতিবেদক : ১০ নভেম্বর ২০২৩ , ১১:২৪:১০ প্রিন্ট সংস্করণ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, সরকারের বিভিন্ন মন্ত্রীদের নিয়ে আপত্তিকর বক্তব্য ও বিকৃত ছবি কার্টুন প্রচার করায় সুনামগঞ্জের আদালতে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সুনামগঞ্জের আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাতক জোনের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান জুয়েল তারেক। মামলা নং- সি আর-৫১৩/২৩।
আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৮/১/২০২৪ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। মামলার সকল আসামী বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে জড়িত এবং সকলেই প্রবাসে অবস্থান করছে বলে জানা গেছে।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সুনামগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী এডভোকেট কাওসার আলম।
মামলার আসামীরা হলেন- ১। মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভূকশিমইল গ্রামের মোঃ আব্দুল আজমের পুত্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির নেতা মোঃ জহিরুল ইসলাম (৩২), ২। সিলেটের বিয়ানীবাজার থানার নিজ মোহাম্মদপুর গ্রামের সাহাব উদ্দিনের পুত্র ও সাবেক আলীরগাও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শরিফ আহমদ মোরশেদ (৩৭), ৩। গোলাপগঞ্জ থানার রানাপিং পাত্তিউরা গোয়াসপুর গ্রামের আছার উদ্দিনের পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা আলিম উদ্দিন (৩৪), ৪। বালাগঞ্জ থানার বালাগঞ্জ বাজার গ্রামের আব্দুল হামিদের পুত্র ও সাবেক ছাত্রশিবির নেতা সোহেল আহমদ (২৯), ৫। দক্ষিণ সুরমা থানার লালাবাজার ফুলদি গ্রামের মোঃ সফর আলীর পুত্র ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা শেরওয়ান আলী (৩৬), ৬। বিয়ানীবাজার থানার চারখাই কনকলসপুর গ্রামের হেলাল আহমদ চৌধুরীর পুত্র ও সাবেক সিলেট মহানগর ছাত্রশিবির নেতা মাহফুজ আহমদ চৌধুরী (২৩), ৭। বালাগঞ্জ থানার বালাগঞ্জ গ্রামের আব্দুল হামিদের পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা তোফায়েল আহমদ (২৭), ৮। ওসমানীনগর থানার গোয়ালাবাজার এওলাতৈল গ্রামের মৃত মো: ফজল উদ্দিনের পুত্র ও সাবেক উপজেলা বিএনপি নেতা মো: জামিল উদ্দিন (৪২), ৯। সুনামগঞ্জের ছাতক থানার পীরগঞ্জ বাজার খুরমা গ্রামের আবুল হোসাইনের পুত্র ও সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা নাসির হুসাইন অপু (২২), ১০। ছাতক উপজেলার গনিপুর গ্রামের কাজী আনসার মিয়ার পুত্র ও সাবেক মহানগর ছাত্রদল নেতা কাজী মোজাম্মেল হুসাইন (২৭), ১১। ঢাকা মনসুরাবাদ এলাকার মৃত মোঃ ফজলুর রহমানের পুত্র ও সাবেক আদাবর থানা ছাত্রদল নেতা মোঃ রাসেদুজ্জামান ফয়সল (৪০), ১২। সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজার গ্রামের আব্দুল হামিদের পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা জুবায়েদ আহমদ (২৬), ১৩। ঢাকা শান্তিনগরের আব্দুস সোবহান মিয়ার পুত্র ও নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মুহাম্মদ মুজাহিদ খালিদ (৫১), ১৪। সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া চিছরাওলী গ্রামের মোঃ আব্দুল হাই এর পুত্র ও সাবেক উপজেলা বিএনপি নেতা মোঃ আবুল ফদ্বল (৪৪), ১৫। সিলেটের ওসমানীনগর থানার গোয়াসপুর গ্রামের মোঃ আসমত আলীর পুত্র ও তাজপুর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজন আহমদ (২৮), ১৬। সুনামগঞ্জের ছাতক থানার নুরুল্লাহপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান (৩৬), ১৭। সিলেটের বিয়ানীবাজার থানার শেরপুর মোল্লাপাড়া গ্রামের ফারুক উদ্দিনের পুত্র ও সাবেক উপজেলা যুবদল নেতা হিরু মিয়া (৩৫) ও ১৮। সিলেট নগরীর শাহপরান থানার টিলাগড় রিয়াজ ভিলার মোঃ আব্দুল্লাহ এর পুত্র ও সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা মোঃ শামছুর রহমান (২২)।
মামলার বাদী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান জুয়েল তারেক জানান, আসামীগণ দেশের উন্নয়নবিরোধী কর্মকান্ডে লিপ্ত। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে অবস্থান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রীদের ছবি বিকৃত করে কার্টুন আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসছে। আমি এর প্রতিবাদ করায় তারা সংঘবদ্ধভাবে আমাকে হুমকী ধামকী দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন দায়িত্বশীল হিসেবে আমি এসব অনৈতিক কর্মকান্ডের শাস্তি নিশ্চিত করতে আইনের আশ্রয় নিয়েছি। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।