সুনামগঞ্জ

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার প্রার্থীকে আাবারো বিজয়ী করতে হবে….এমপি রতন

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৩ , ৮:৪৭:৩৬ প্রিন্ট সংস্করণ

বাদল কৃষ্ণ দাস::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন পর্যায়ের উপকার ভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা ৯ নভেম্বর অনুষ্টিত হয়েছে। বিকাল ২টায় জামালগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ নির্বাচনী জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দ্বিজেন্দ্র লাল দাস, সাধারণ সম্পাদক এম. নবী হোসেন, জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার,সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার নোয়াগাও অষ্টগ্রাম দাখিল মাদ্রাসার সভাপতি মিছবাহ উদ্দিন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু। জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সভাপতি জেলা ছাত্রলীগ অন্তু রায়, ছাত্রলীগের আহ্বায়ক মিহির সরকার, যুগ্ম আহ্বায়ক রিফাত শাহরিয়ার ফাহিম, প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে তা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমার নির্বাচনী এলাকায় জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরে উন্নয়ন কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার প্রার্থীকে আবারো বিজয়ী করতে হবে। এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎ, হাসপাতাল, সীমান্তবর্তী রাস্তা, সেতু নির্মাণ সহ লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের উড়াল সেতু, দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সরকারের ১৫ বছরের প্রায় ৪৪টি উন্নয়ন কাজ হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার বিভিন্ন প্রকার ভাতা প্রদান করে আসছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমনকি সকল মানুষ ভাতার অন্তর্ভুক্ত রয়েছেন। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ভাতা, জনপ্রতিনিধিদের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আশ্রয় প্রকল্প সহ কৃষকদের বিভিন্ন সহযোগিতা করছে এ সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আসন্ন জাতীয় নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশবাসীর প্রতি তিনি আহবান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে এসরকার দৃঢ় প্রতিজ্ঞ।

আরও খবর

Sponsered content