নিজস্ব প্রতিবেদক : ৩১ অক্টোবর ২০২৩ , ১২:০০:৪৬ প্রিন্ট সংস্করণ
সিলেট মহানগরের সাবেক ছাত্রশিবির নেতার বাসায় ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার জালালাবাদ আবাসিক এলাকার ২২/৩ নং বাসায় এ অভিযান চালানো হয়। ঐ ছাত্রশিবির নেতার নাম মোঃ কাওছার আহমদ। তিনি ঐ এলাকার মোঃ শফিকুর রহমানের পুত্র। অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন বলেন, মোঃ কাওছার আহমদের বিরুদ্ধে ২০১৮ সালের গাড়ী ভাংচুরের মামলায় ৪ বছরের সাজা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে রায় সহ একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। তাই সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামীকে গ্রেফতার করতেই এই অভিযান। যা পুলিশের নিয়মিত অভিযানেরই অংশ বলেও জানান তিনি।