প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ৮:০১:০৪ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জামালগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার রায় জানান, হাওরবেষ্টিত উপজেলা জামালগঞ্জে এবছর ৪৭টি পূজামণ্ডপে নির্বিঘ্নে আনন্দমূখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ ২২ অক্টোবর মহাঅষ্টমীতে উপজেলার সাচনাবাজার শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, বসুন্ধরা আবাসিক এলাকা দূর্গামন্দির,সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জামালগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক বাদল কৃষ্ণ দাস, সদস্য আফজাল হোসেন, বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে আয়োজকসহ দুর্গোৎসবে আসা লোকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। স্থানীয় আয়োজকরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সরকার থেকে প্রত্যেক সর্বজনীন পূজামণ্ডপে আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া প্রতিটি মন্ডপেই সরকারের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেইসাথে আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত রয়েছে।