প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২১:২৮ প্রিন্ট সংস্করণ
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে আওয়ামী লীগের ১৫ বছরের উন্নয়ন প্রচারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচারে জনসভা অনুষ্টিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাচনা বাজারে এই জনসভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী আমজাদ ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ও সাবেক যুগ্ন সচিব এবং বর্তমান সুনামগঞ্জ ১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষন তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান জজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীর বিজয় তালুকদার। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, সদস্য পিন্টু তালুকদার, জামালগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফর আলী, সমাজ কর্মী ও আ’ লীগ নেতা আবু হেনা লিটন। এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দিয়ে আ’লীগকে বিজয় করুন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিবেন, আমরা সকলে দ্বিধাদন্দ্ব ভূলে তার পক্ষে কাজ করবো। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমিও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী। নেত্রী আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দিলে এলাকার উন্নয়নে যথাসাধ্য কাজ করে যাবো।
২৩.০৯.২৩