রাজনীতি

সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা রশিদের পরিবারের পাশে ড. এনামুল হক চৌধুরী

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৩৯:৩২ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট : সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রশিদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। সোমবার বিকেলে শাহজালাল (র.) মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে তার পায়রাস্থ বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি। এসময় মরহুম হাফিজুর রশিদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, যুগ্ম সম্পাদক আহমদ শাহরিয়ার পাপ্পু, দফতর সম্পাদক আবুল কালাম আজাদ, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহেদ শাহ ও ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার আলী (বাইন উদ্দিন) প্রমূখ। বিজ্ঞপ্তি

আরও খবর

Sponsered content