জাতীয়

সংসদের ২৪তম অধিবেশন বসছে আজ

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ৫:০০:০৩ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে আজ রোববার। বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক। সংসদের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে এই অধিবেশন কত দিন চলবে।

এর আগে গত ৩১ মে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হয়। এটি ছিল বাজেট অধিবেশন। এ অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ ও পাস হয়।

আরও খবর

Sponsered content