সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদের কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিলো। অতিরিক্ত ভার বহনকারী ট্রাকটি জগন্নাথপুর কাটাগাঙের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙ্গে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে চালকসহ ৩ জন ছিলেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। বাকি দুইজন নিখোঁজ রয়েছেন।

তাৎক্ষণিকভাবে মৃত ও নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগন্নাথপুর থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে।

বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-আউশকান্দি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তি সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশের এএসপি (জগন্নাথপুর সার্কেল) সুভাষ ধর।