জাতীয়

মাতুয়াইলে আরও ২ বাসে আগুন

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ৮:৪৯:১৯ প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীর বদলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নিয়ে আরও দুই বাসে আগুন ধরিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

এর আগে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়তে দেখা গেছে পুলিশকে।

বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও খবর

Sponsered content