সুনামগঞ্জ

টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী হাউসবোটডুবি

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ২:৪৮:৪৫ প্রিন্ট সংস্করণ

টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী দুই হাউসবোটের মুখোমুখি ধাক্কায় স্বপ্ন নামে একটি হাউসবোট ডুবে গেছে। বুধবার দুপুরে ছিলানি তাহিরপুর নৌঘাটের পাশে এ ঘটনা ঘটে। পর্যটক লাইফ জ্যাকেট পরা থাকায় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ছিলানি তাহিরপুর নৌঘাটের পার্শ্ববর্তী গোলাবাড়ি গ্রামের বাসিন্দা খসরুল আলম জানান, দুপুর সোয়া ১২টার দিকে স্বপ্ন ও জলযাত্রা নামে দুই হাউসবোটের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ধাক্কায় স্বপ্ন হাউসবোটটি পাটলাই নদীতে ডুবে যায়। এ ঘটনায় যাত্রীরা লাইফ জ্যাকেট পরা অবস্থায় সাঁতরে পার্শ্ববর্তী জয়পুর ও নয়াহাটি গ্রামে উঠতে সক্ষম হন। স্থানীয় ছোট নৌকার মাঝিরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালান। উদ্ধারকারীরা অনেক পর্যটককে পানি থেকে তাদের নৌকায় তুলে পাশের গ্রামে পৌঁছে দেন।

দুর্ঘটনাকবলিত হাউসবোটের পর্যটকদের উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া জয়পুর গ্রামের নাজু মিয়া জানান, নৌকাডুবির ঘটনা দেখেই তিনি ও অন্যরা নিজেদের ছোট নৌকা নিয়ে ঘটনাস্থলে যান। তারা পর্যটককে নদী থেকে নৌকায় তুলে জয়পুর গ্রামে নিয়ে আসেন। তিনি খোঁজ নিয়ে জেনেছেন, ডুবে যাওয়া হাউসবোটের সবাইকে উদ্ধার করা হয়েছে।

হাউসবোটডুবির ঘটনায় কোনো পর্যটক হতাহত বা নিখোঁজ হননি বলে নিশ্চিত করেন তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

আরও খবর

Sponsered content