সিলেট

সিলেটের জেলা প্রশাসক পদে শেখ রাসেল হাসানের যোগদান

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৬:৪২:২৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন শেখ রাসেল হাসান। সোমবার সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয় সিলেট-এ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরবর্তীতে কালেক্টরেট এর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসক কার্যালয়ে আসার পর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে বরণ করে নেয়া হয়।

উল্লেখ্য- গত ১০ জুলাই সিলেটের নয়া জেলা প্রশাসক হিসেবে শেখ রাসেল হাসানকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি বিদ্যুৎ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

আরও খবর

Sponsered content