সারাদেশ

ফের পরিবহন ধর্মঘটের হুমকি, আল্টিমেটাম !

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৩ , ৬:৪৪:৪৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক : সিলেট-তামাবিল সড়কে গাড়ি চলাচল নিয়ে বিতর্ক যেনো শেষই হচ্ছে না। দুপক্ষেরই অনড় অবস্থানের কারণে সৃষ্ট এই অচলাবস্থায় ফের নতুন মোড় নিয়েছে। নতুন আল্টিমেটাম দিয়েছেন পরিবহন নেতারা, সাথে রয়েছে দেশজুড়ে ধর্মঘটের হুমকিও।

রোববার (১৬ জুলাই) এক সিলেট বিভাগীয় মালিক -শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভা শেষে আবারও তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। আর দাবি না মানা হলে ১৯ জুলাই থেকে বিভাগজুড়ে ধর্মঘট পালন করবে সংগঠনটি। তারপরেও সমাধান না আসলে দেশজুড়ে পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এক প্রতিবাদ সমাবেশ শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশেনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

উল্লেখ্য, গত ৭ জুলাই শুক্রবার রাতে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জৈন্তিয়া ১৭ পরগনা ও সিলেট বাস মালিক সমিতি ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেন। দুইদফা দাবি না মানা পর্যন্ত বাস বর্জন করেন ১৭ পরগণাবাসী। আর দুই দফা ধর্মঘটের ডাক দিয়েও পিছু হটে পরিবহন নেতারা।

তবে এখন পর্যন্ত বাস বর্জনের সিদ্ধান্তে অনড় রয়েছে জৈন্তাপুরের বৃহত্তর সালিশ কমিটি ১৭ পরগণা।

আরও খবর

Sponsered content