ক‌্যাম্পাস

শান্তিগঞ্জে হাজেরা বিবি কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৮:৪০:০৯ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট : শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশায় মরহুমা হাজী মোছা. হাজেরা বিবি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় আক্তাপারা মিনাবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আল-হেরা একাডেমী’ আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগি মো. শিব্বির আহমদের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মেধাবৃত্তির পাশাপাশি সনদ প্রদান করা হয়।

আলহেরা একাডেমীর প্রিন্সিপাল মাস্টার দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক হাফেজ আবু খালেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মরহুমা হাজী মোছা. হাজেরা বিবি কল্যাণ ট্রাস্টের পরিচালক আক্তাপারা গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগি মো. শিব্বির আহমদ।

আলহেরা একাডেমি মিনাবাজারের স্ট্যান্ডার্ড টু এর ছাত্রী আয়েশা সিদ্দিকা জিনাতের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কিশোর কন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উপদেষ্টা মো: আশিক বিল্লাহ, আক্তাপারা প্রবীণ মুরব্বি ও শালিশ ব্যাক্তিত্ব আলহাজ্ব আলতাবুর রহমান, কিশোর কন্ঠ পাঠক ফোরাম শান্তিগঞ্জ উপজেলার পরিচালক ছাত্রনেতা সুমেল আহমদ, সমাজ সেবক ও অভিভাবক সদস্য রুবেল চৌধুরী, পল্লী চিকিৎসক মো: জমির উদ্দিন, শিক্ষক সবুজ আহমদ, রুয়েল আহমদ, শাহিন আলম ও মাসুম ইসলাম প্রমুখ।

মেধাবৃত্তি বিতরণকালে বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগি মো. শিব্বির আহমদের ব্যবস্থাপনায় পরিচালিত মরহুমা হাজী মোছা. হাজেরা বিবি কল্যাণ ট্রাস্ট মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে অবহেলিত গ্রামীন জনপদে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। এর মাধ্যমে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। শিক্ষার প্রসারে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি

আরও খবর

Sponsered content