আন্তর্জাতিক

প্যারিসে দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের ফ্রি কোরআন শিক্ষা কোর্স উদ্বোধন

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৮:৫৪:৫৯ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট : ফ্রান্সের প্যারিসে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উদ্যোগে ফ্রি কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন হয়েছে। বুধবার (১২ জুলাই) স্থানীয় সময় বিকেলে প্যারিসের অভারভিলা বাঙ্গালী জামে মসজিদে কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়।

অভারভিলা বাঙ্গালী জামে মসজিদে ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি ও উক্ত সেন্টারের নাজিম মাওলানা মাসুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উক্ত সেন্টারের প্রধান ক্বারী ও আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা মাওলানা হাফিজ জিল্লুর রহমান, মসজিদ কমিটির সভাপতি সালেহ আহমদ, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা আব্দুর রহিম, সহ সভাপতি সিদ্দিকুর রহমান নুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সদস্য আব্দুর রব, শাহিন আহমদ, সুহেল আহমদ। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি ফয়সল আহমদ, মাজহারুল ইসলাম মিন্টু।

হাফিজ আবু জাফর রিপনের কোরআন তিলাওয়াত ও বিশিষ্ট সংগীত শিল্পী আবু সাইদ সায়েমের নাতে রাসূল (রাঃ) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সদস্য সাইফুর রহমান সপন, শেখ আসাদ আহদ, সাদিক আহমদ, মুহিবুর রহমান খালেদ, খয়রুল আমীন খছরু ও জাহান আহমদ প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, দারুল কিরাতের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করেন। মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহ পাক তাঁর কোরআন মাজিদকে তারতীলের সাথে পাঠ করার নির্দেশ দিয়েছেন। নামাজের পূর্বশর্ত হচ্ছে তিলাওয়াত শুদ্ধ হওয়া। সুতরাং যার তিলাওয়াত শুদ্ধ নয় তার পিছনে নামাজ হবেনা। আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর বহুমুখী খেদমতের মধ্যে কালামে পাকের খেদমত ছিল অন্যতম। ইউরোপের বিভিন্ন দেশে দারুল ক্বিরাতের শাখা থাকলেও আমাদের ফ্রান্সে বেড়ে উঠা ছেলে মেয়েরা উক্ত শিক্ষাদান থেকে বঞ্চিত ছিল। আমরা অভারভিলা বাঙ্গালী মসজিদে প্রথমবারের মত শাখা খোলার মাধ্যমে ছাহেব কিবলাহ (র.) এর রেখে যাওয়া খেদমত শুরু করেছি। সময়ের ব্যবধানে আমরা নতুন শাখা খোলব, যাতে ফ্রান্সে বসবাসরত আমাদের আগামী প্রজন্ম কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আমরা মহান এই খেদমত চালিয়ে যেতে সর্বদা প্রস্তুত রয়েছি। বিজ্ঞপ্তি

আরও খবর

Sponsered content