শীর্ষ সংবাদ

শাবি শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষ, প্রক্টরসহ আহত ২০

  প্রতিনিধি ১৬ জুন ২০২৩ , ৬:০৯:৩৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :  বহিরাগত যুবককে ঢুকতে না দেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর আখালিয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বিকেল সাড়ে ৫টার দিকে বহিরাগত এক যুবক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। তখন ওই যুবকের সঙ্গে স্থানীয় আরো কয়েকজন যোগ দিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে সেখানে থাকা এক শিক্ষার্থী নিরাপত্তাকর্মীদের পক্ষ নিলে তার সঙ্গেও কথা-কাটাকাটি হয় স্থানীয় যুবকদের।

পরে বিষয়টি শিক্ষার্থী ও এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরকপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষে কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, স্থানীয় মানুষের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

আরও খবর

Sponsered content