রাজনীতি

পাপলুর ছোট ভাইয়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

  প্রতিনিধি ১৬ জুন ২০২৩ , ৫:৫৫:৫৩ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট :  সিলেট মহানগর যুবদলের আওতাধীন ২১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক নবারুণ সোনারপাড়া নিবাসী মোঃ পাপলুর ছোট ভাই মোঃ লাবলু বৃহস্পতিবার ১৫ জুন ২০২৩ সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা (১৬ জুন) সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে হযরত মানিক পীর (র.) মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে ।
জেলা ও মহানগর যুবদলের শোক : ২১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ পাপলুর ছোট ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, মোঃ পাপলুর ছোট ভাই মোঃ লাবলু একজন ধর্মপরায়ণ ও পরোপকারী হিসেবে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। আল্লাহ মরহুমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি

আরও খবর

Sponsered content