প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ২:১৯:৩১ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জামালগঞ্জ খেলাঘর হাওরকন্যা আসরের সদস্য এবং নিপুণ নৃত্য শিল্পী অন্বেষা চৌধুরী পূজা এবার নৃত্য করবে জাতীয় পর্যায়ে।
সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ লোকনৃত্য “খ”-গ্রুপে উপজেলা, জেলা ও সিলেট বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করে প্রথম (১ম) হয়। এবার বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে লোক নৃত্যে অংশগ্রহণ করবে।
অন্বেষা চৌধুরী পূজা লোকনৃত্যে প্রথমে জামালগঞ্জ উপজেলায় এবং সুনামগঞ্জ জেলায় ১ম হয়। পরে সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় পর্যায়ক্রমে ১ম হয়ে এখন সিলেট বিভাগের হয়ে ০৬জুন মঙ্গলবার ঢাকা জাতীয় পর্যায়ে লোকনৃত্যে অংশ গ্রহণ করবে।
অন্বেষা চৌধুরী পূজা জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হাওরকন্যা আসরের নেতৃস্থানীয় সদস্য, এবং উপজেলার গীতাঞ্জলি সংগীত পরিষদের নৃত্য প্রশিক্ষক।
সে বিভাগীয় পর্যায়ে লোকনৃত্যে প্রথম হয়ে জামালগঞ্জ, সুনামগঞ্জ,তথা সিলেট বিভাগে প্রশংসা কুড়িয়েছে।
বিগত ২০১৭ সাল থেকে নৃত্য শিল্পী অন্বেষা চৌধুরী পূজা ধারাবাহিক ভাবে উপজেলা, জেলা, বিভাগীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জাতীয় পর্যায়েও পারফর্ম করে আসছে। তার বাবা অমলেন্দু চৌধুরী শেখর একজন শিক্ষক ও মা বেবী রাণী তালুকদার ইউপি সদস্যা।
পূজা’র বেড়ে উঠা জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত সাংস্কৃতিক পরিবারে। এই প্রত্যন্ত হাওর এলাকা থেকে উঠে আসা সম্ভাবনাময় এই শিল্পীর জন্য তার পরিবার সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন। জাতীয় পর্যায়ে সে যেন জামালগঞ্জ, সুনামগঞ্জ তথা সিলেট বিভাগের মুখ উজ্জ্বল করতে পারে।
বিভাগীয় পর্যায়ে কৃতিত্বর জন্য অভিনন্দন জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ( ভূমি) তনুকা ভৌমিক, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ দাস, জামালগঞ্জ খেলাঘর উপজেলা কমিটি এবং বিভিন্ন আসর কমিটির সদস্যবৃন্দ-সহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।