সিলেট

সিলেটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

  প্রতিনিধি ২৫ মে ২০২৩ , ৫:৫২:২৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক : সিলেটে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. দিলাল উদ্দিন (২৭) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন, সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মঞ্জুর কাদির।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২২ জুলাই ৪ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘টপেক্স সিডি’ সিরাপসহ দিলালকে আটক করে র‌্যাব। পরদিন র‌্যাব-৯ এর এসআই প্রণব রায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে দিলালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলাটি আদালতে বিচারের জন্য রেকর্ড করা হয় এবং অভিযোগ গঠনের পর দীর্ঘ শুনানি ও সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।

আরও খবর

Sponsered content