শীর্ষ সংবাদ

মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর জানাযায় লাখো জনতার ঢল

  প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৯:৫৪:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক : লাখো মানুষের অংশগ্রহনে জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, সিলেটের প্রথিতযশা আলেম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের গাছবাড়ির জানাযা সম্পন্ন হয়েছে। এরপর দরগাহ কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন তাঁর বড় ছেলে, দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ।

জানাযার নামাজে লাখো মানুষের ঢল নামে। নামজে ঈদগাহ ময়দানে ছাপিয়ে আশপাশের রাস্তাগুলোও পরিপূর্বণ হয়ে যায়। রাস্তা বন্ধ করে জানাযার নামাজ আদায় করেন শোকার্ত মানুষ।

জানাযা শেষে হযরত শাহজালাল রাহ. মাজার কবরস্থানে লাশ দাফন করা হয়।

বুধবার মাগরিবের নামাজের পর তিনি দরগাহ মাদরাসায় তাঁর নিজ বিশ্রামকক্ষে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মুফতি মুহিব্বুল হকের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও ছাত্র-শিক্ষক-মুরিদানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও খবর

Sponsered content