সিলেট

জাতীয় শিক্ষা সপ্তাহে কানাইঘাট ঝিংগাবাড়ী মাদ্রাসার সাফল্য

  প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৬:১৭:৩১ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট :  জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে কানাইঘাট উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ঝিংগাবাড়ী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মুফাসসিরে কুরআন মাওলানা মোঃ হাফিজুর রহমান। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছেন বিলাল আহমদ ও শ্রেষ্ঠ ছাত্র মনোনীত হয়েছেন আলিম ২য় বর্ষের ছাত্র তালহা বিন আব্দুর রহিম।

শিক্ষা সপ্তাহে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিত ১১টি ইভেন্টে অংশ নিয়ে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমান এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, শিক্ষাক্ষেত্রে ঝিংগাবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এই অভাবনীয় সাফল্য যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। এজন্য তিনি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি

আরও খবর

Sponsered content