প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৩:৫৩:০৩ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট :: মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার আঘাতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে মঠ, প্যাগোডা ও স্কুলে আশ্রয় নিয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) খবরে মিয়ানমারের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে জানানো হয়, ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রটি রোববার বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে শহরের কাছে ঘণ্টায় ২০৯ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে।
রোববার মিয়ানমারে বাতাস ও বৃষ্টির কারণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের একটি উদ্ধারকারী দল নিজেদের ফেসবুক পেজে ঘোষণা করেছে, তারা এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে। ওই দম্পতি টাচিলেক শহরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে তাদের বাড়িতে চাপা পড়েছিল।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, রাখাইন রাজ্যে দুইজন, ইরাবদি অঞ্চলে একজন ও মান্দালয় অঞ্চলে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। িিসত্তওয়েতে প্রবল বাতাসে একটি সেল ফোন টাওয়ার ধসে পড়েছে ও অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে,” স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
মিয়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, ঝড়ের কারণে সিত্তওয়ে, কিয়াউকপিউ ও গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, সেলফোন টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানায়, ঘূর্ণিঝড়টিতে দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কোকো দ্বীপপুঞ্জের ক্রীড়া ভবনগুলোর ছাদও ধসে পড়েছে।