সুনামগঞ্জ

সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেফতার

  প্রতিনিধি ৫ মে ২০২৩ , ৭:০৪:২৭ প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ প্রতিনিধি : যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিবেদক আমিনুল ইসলামের উপর যুবলীগ কর্মীদের হামলার ঘটনায় সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

এর আগে শুক্রবার দুপুরে যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিবেদক আমিনুল ইসলাম বাদি হয়ে তার উপর হামলাকারী সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজিবকে প্রধান আসামী করে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামী করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় শুক্রবার বিকেলে জিল্লুর রহমান সজিবকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

আরও খবর

Sponsered content