সিলেট

কানাইঘাটে সন্ধিপন এডুকেশন ট্রাস্টের এইচএসসি উত্তীর্ণ সংবর্ধনা

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ৬:১১:১৬ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট : কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী এইচএসসি সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেছেন, যারা জিপিএ-৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছো তোমরা অবশ্যই মেধাবি। তবে এটাই সব কিছু নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে ভালাবাসা। মানুষকে জানা। গরীব, অসহায় মানুষের পাশে থাকা। উচ্চ শিক্ষা সম্পন্ন করে তোমরা যে যেখানে থাকবে সেখান থেকেই মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি  সোমবার( ২০ মার্চ) কানাইঘাট উপজেলার সন্ধিপন এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত এইচএসসি-আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ট্রাস্টের সভাপতি ছালিম আছলামের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক শুয়াইব নাঈমের উপস্থাপনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক চৌধুরী।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন সিলেটের প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, গাছবাড়ি উইমেন্স কলেজের শিক্ষা ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী,আইইএলটিসের জনপ্রিয় শিক্ষক তোফায়েল আহমদ, এমসি বিশ্ববিদ্যালয়েরর সাবেক মেধাবী শিক্ষার্থী ও কলাম লেখক আবু বকর সিদ্দিক, ঝিংগাবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাধারণ সম্পাদক শাহেদুল করিম চৌধুরী, ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বুলবুল আহমদ ।

উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য রফিক আহমদ, আব্দুল কাদির, নাঈম উদ্দিন, শিক্ষক রুহে আলম, এমাদ উদ্দিন প্রমুখ। অনুষ্টানের শেষে প্রায় দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

আরও খবর

Sponsered content