আন্তর্জাতিক

মহাকাশ থেকে পৃথিবীকে সুলতান আল নেয়াদির অভিবাদন

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৩ , ৭:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট : আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আল নেয়াদি মহাকাশ স্টেশনের ভিতর থেকে পৃথিবীকে অভিবাদন জানান। সুলতান আল নেয়াদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতর থেকে তার প্রথম সেলফি প্রকাশের মাধ্যমে এই বার্তা দেন।

স্টেশনের  ভিতরে তাকে একটি মানমন্দির যা পৃথিবীর শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়। ৪১ বছর বয়সী ডাঃ আল নেয়াদি ছয় মাসের মিশনের জন্য শুক্রবার প্রদক্ষিণকারী বিজ্ঞান পরীক্ষাগারে পৌঁছেছেন।

টুইট করে ডাঃ আল নেয়াদি বলেন, মহাকাশ থেকে, আমি পৃথিবীকে অভিবাদন জানাই। আমি আমাদের স্বদেশ এবং এর নেতাদের স্যালুট জানাই।

তিনি বলেন, আমি তাদের সকলকে সালাম জানাই যারা জায়েদের উচ্চাকাঙ্ক্ষা তাদের হৃদয়ে বহন করে এবং আকাশের দিকে লক্ষ্য রেখেছিল। স্বপ্ন সত্যি হয়েছে এবং এখন আমরা আরও বড় স্বপ্ন দেখি।”

তিনি মঙ্গলবার লাইভ ভিডিও চ্যাটে দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রশিদের সাথে কথা বলেছেন।

“আমরা কৃতজ্ঞ যে আপনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন এবং আপনার নিরাপত্তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ,” শেখ মোহাম্মদ বলেছেন।বিশ্বজুড়ে পাঁচ বছরের কঠোর প্রশিক্ষণের পর ডাঃ আল নেয়াদির মহাকাশে ভ্রমণ।

আরও খবর

Sponsered content