ছাতক

আলিফ হোসেন চৌধুরী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৩ , ৪:১৫:৫৫ প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আলিফ ৫ম শ্রেণি থেকে  এই বৃত্তি লাভ করে। সে ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডে পশ্চিম নোয়ারাই চৌধুরীপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: দিদার হোসেন চৌধুরী ও জেবিন চৌধুরীর বড় ছেলে। সে বড় হয়ে পাইলট হতে চায়। পরিবারের সবাই তার উজ্জ্বল ভবিষ্যতে কামনা করে সকলের দোয়া প্রার্থী।।   স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান  নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় আলিফ এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। গত ০১ মার্চ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে আলিফ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।

আলিফের এমন সাফাল্যে তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বাবা-মা দারুণ খুশি।

আলিফ তার সফলতার জন্য স্রষ্টার পাশাপাশি তার শিক্ষক ও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আলিফ জানিয়েছে, সে ভবিষ্যতে পাইলট হতে চায় এর পাশাপাশি  উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। এ জন্য সে সবার কাছে দোয়া চেয়েছে।