প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ৬:২২:৩৪ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট : বিএনপির সমাবেশস্থল রাজধানীর গোলাপবাগ মাঠসহ আশপাশের এলাকায় মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে শুক্রবার রাত থেকে ধীরগতি পাচ্ছেন ব্যবহারকারীরা। এলাকায় দায়িত্বরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ইন্টারনেট সুবিধার অভাবে নিজ নিজ প্রতিষ্ঠানে সংবাদ পাঠাতে সমস্যায় পড়েছেন।
গ্রাহকদের আশঙ্কা, শনিবার বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ইন্টারনেট ধীরগতি করে দেওয়া হতে পারে।
মোবাইল ফোন অপারেটরদের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা শনিবার সকালে জানান, ইন্টারনেটে ধীরগতির বিষয়টি সত্য। এটি সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার কারণে হয়েছে।
বিটিআরসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশেষ মুহূর্তে এ ধরনের নির্দেশনা থাকে। এটি বিটিআরসির মাধ্যমেও ফোন অপারেটরদের বলা হয়। অথবা সরাসরি সরকারের উচ্চ পর্যায় থেকেও নির্দেশনা দেওয়া হয়।