সিলেট

সিলেটের ২ জনসহ পুলিশের ২৫ কর্মকর্তাকে বদলি

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২২ , ৭:২৪:০০ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট : সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আরও ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে আছেন সিলেটের দুই কর্মকর্তা।

বদলি হওয়া সিলেটের দুই কর্মকর্তা হলেন, এসএমপি’র সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ ও আহমদ নুর।

জানা গেছে, তানজিল আহমেদকে সহকারী পুলিশ সুপার হিসেবে র‌্যাবে পদায়ন করা হয়েছে। আর আহমদ নুরকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ না করলে ৮ ডিসেম্বর থেকে অনাকাঙ্ক্ষিত অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

আরও খবর

Sponsered content