সিলেট

কোর্টপয়েন্টে সিলেট জেলা পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২২ , ১০:১৫:০১ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোখলেছুর রহমানের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সম্মনয় পরিষদ। সোমবার বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্টে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক, ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া, সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি রনু মিয়া মঈন, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-২০৯৭ এর সভাপতি আব্দুল হালিম ভাসানী, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইনসান আহমদ, সিলেট বিভাগ ট্র্যংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মাহবুব মিয়া মবু, সদস্য মকবুল হোসেন বাদল। প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।
সভাপতির বক্তব্যে হাজী ময়নুল ইসলাম বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোখলেছুর রহমানকে কারাগারে আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদে সারাদেশের পরিবহন শ্রমিকগণ মাঠে স্বোচ্চার রয়েছে। সিলেটের পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আমরা অবিলম্বে কেন্দ্রীয় শ্রমিক নেতা মোখলেছুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি

আরও খবর

Sponsered content