সারাদেশ

ওসমানী বিমানবন্দরের দুটি ফ্লাইট বাতিল

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২২ , ৬:৪৩:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টা ও ১০টা ১০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট দুটি ছেড়ে যাওয়ার কথা ছিলো।

বাংলাদেশ বিমানের সিলেটের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সত্তার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিত্রাংয়ের কারণে আবহাওয়া খারাপ। তাই  (সোমবার) রাতে সিলেট-ঢাকা রুটের দুটি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। তবে আন্তর্জাতিক কোনো ফ্লাইট ক্যান্সেল করা হয়নি। বাতিল হওয়া ফ্লাইট দুটি হচ্ছে- বিজি-৩০৫ ও বিজি-৬০৬।