মৌলভীবাজার

মৌলভীবাজারে টিলা কেটে মাটি পাচার, ২ লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ১২:২৩:২৭ প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের সময় কবির ও তোহেল নামক দুই ট্রাক্টর চালককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

বড়লেখা উপজেলার সহকারী কমিশনার ভুমি , জাহাঙ্গীর হোসাইন ঢাকা টাইমসকে জানান, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকার একটি টিলা থেকে মাটি কেটে পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে সেখানে অভিযান চালাই। এসময় ঘটনাস্থল থেকে ট্রাক্টর চালক কবির আহমেদ ও মো. তোহেল আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের দুজনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

তিনি আরও জানান টিলা কেটে মাটি পাচারের অভিযোগে এই ২ জনসহ ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content